পৃথিবীর কোথাও নেই নাকি এমন আর এক আজব দেশ
যে দেশের গল্পগাথার আজ অবধি নেইকো মোটেও শেষ
দেশটি গড়ার কাজে জনগণ রাজার উপর সঁপে দেশভার
ভেবেছিল দেশ নিয়ে তাদের কোনও ভাবনা নেইকো আর।
ভাবেনি রাজার উপর এই ভার সঁপে দিলেই কি কাজ শেষ?
দেখতেও হবে সারথি রথ চালিয়ে নিয়ে যাচ্ছে কোন দিকে
জনগণ রাজার উপরে দেশের ভার সঁপে দিয়েছে তো বেশ
এখন নাকি সে দেশের রথের চাকা গড়িয়ে পড়েছে পাঁকে।
জনগণ ভাবেনি রাষ্ট্রপরিচালনায় সে হতে পারে স্বৈরাচারী
তেমন যেন না ঘটে সেজন্যই দরকার সব সময় নজরদারি
রাজার পারিষদবর্গের সবাই যদি হয় রাজার অনুগত দাস
রাজা স্বৈরাচারী হলে হতে পারে দেশটির ব্যাপক সর্বনাশ।
নিজেদের সংকীর্ণ স্বার্থেই সেকথাও বোঝেনি পারিষদরা
রাজার উপরে সমস্ত দায় সঁপে দিয়ে তারা নাকি দায়সারা
রাজা নিজেই এখন সুকৌশলে প্রজাদের পকেট কাটছে
আর প্রজাদের মাসিক ভিক্ষা ভাতা দিচ্ছে সেই টাকাতে।
প্রজারা সেই ভিক্ষা ভাতা পেয়েই নাকি আনন্দে মশগুল
ভাবতো যদি সেই ভিক্ষা ভাতার টাকা আসছে কোত্থেকে?
ভবিষ্যতে তাদের গুনতে হবে কি নিজেদের ভুলের মাশুল
একটু মাথা খাটালে বুঝতো নাকি পড়তে হবে কিনা পাঁকে?