ভাবোনি কথা দিলে সেকথা রাখতেও হয়?
সেটি ফুৎকারে উড়িয়ে দেওয়ার মতো নয়।
বাতাসে ভেসে যাবে সে ভাবনা মিছে
যে কথা দিয়েছ রেকর্ড করা রয়েছে
বিজ্ঞানের দৌলতে সেটি লুপ্ত হওয়ার নয়।
জনগণকে প্রলোভন দিয়ে করলে এ কী!
সিংহাসনে বসে সেটি ভুলতে আছে বাকি?
তাদের ছুঁড়ে ফেললে বর্জ্যের মতো
সেই সংখ্যা এক দুটি নয়, অগণিত
চিরকাল এই ক্ষমতা কুক্ষিগত থাকবে কি?
চেষ্টা করছো জনগণকে করতে অবহেলা
তাদের পদদলিত করে এগোতে সারাবেলা
বোধ হয় কুকর্মের ফল পিছনে টানছে
তবুও এগিয়ে যাবে সেই ভাবনা মিছে
চলবেই জেনো যেন দড়ি টানাটানি খেলা।
যাকে পদদলিত করতে চেয়েছ সারাবেলা
পারঘাটে পারবে তাকেই করতে অবহেলা?
মনে জ্বলছেই নাকি তুষের আগুন?
অন্তরটা হচ্ছে নাকি পোড়া বেগুন?
মনে সহ্য করতে হচ্ছে নাকি বিভৎস জ্বালা।
জীবনতরী মাঝ নদীতে ডুবলে করবে কী?
সাঁতরে বৈতরণী পার হতেও পারবে নাকি?
কষ্ট হবে নাকি চলতে পিছু টান সত্ত্বেও
পা পিছলে যাবে না তরীতেই উঠতেও?
কী দশা হতে পারে বুঝতে এখনও বাকি?