বলছে সে, ‘বেশ আছি, যা খুশি করে বেড়াই,
কারোর উপর হুইপ জারি করতেও দ্বিধা নাই।
যাই বলো, সে আমার জন্মগত অধিকার
ইতিহাস ঘেঁটে দেখো প্রমাণ করেছি বারংবার
এ ব্যাপারে কেউ জানালেও ধিক্কার,
আমার কী আসে যায়?
কারো কোনও কথা মেনে নেওয়ার নেই দায়।
বুঝলে বাপু, মাথাটা বেশ বিগড়ে গেছে কিনা
আইন আদালতকে তোয়াক্কা করি না
আদালতের বিধিনিষেধ কেও মানি না
বিজ্ঞদের যুক্তিতর্ক ও মানতে মন সায় দেয় না
দেশের বিচার ব্যবস্থা, সংবিধান? তাকেও না।
মগজে গুবরে পোকা কিলবিল করছে কিনা
মনের ভিতর ভাবনা বেঁধেছে দানা
আমি বরাভয়, বিশ্বের সর্বময় কর্তাকেও মানি না।
আমি সকলের ভাগ্যবিধাতা
একেবারে সোজাসাপটা কথা
আমিই দেখাতে পারি স্বেচ্ছাচারিতা
উল্লাসে তাকে ছড়িয়ে দিতে পারি চারিদিকে
ক্ষতি কী তাতে দেশটা পড়লেও পাঁকে
গড়িয়ে রসাতলে গেলে খুঁজে না-পেলেও ঠিকানা
সেসব নিয়ে আমার নেই কোনও ভাবনা
তোমরা ভাবো, আমার কাজে সায় দেবে কিনা
নিজেরা খুঁজে পেতে সান্ত্বনা'।