বুঝলেন সব জনগণ সবে ভোট মিটেছে
আবারো ভোট আসতে আছে বহু দেরি
ভোটে জিতে আসতে কম কি খেটেছি
এখন সুখসজ্জায় খাচ্ছি একটু গড়াগড়ি।

গায়ের ব্যথা এখন কমছে না মোটেই
বিছানা ছাড়তে তাই হবেই একটু দেরি
তাই বলে কি দরজাতে কড়া নাড়বেন
দেখছি এখন আপনারা তো দুষ্টু ভারী।

ভোটে জিততে দিতে হয় বহু প্রতিশ্রুতি
দিতেও হয় জনগণকে ব্যাপক সুড়সুড়ি
তাই বলে কি নির্বাচনে জিতে আসলেই
যাব না আর সুখসজ্জায় একটু গড়াগড়ি

প্রতিশ্রুতি দিতেই পারি ভোটে জিতলে
জনগণের জন্য করে দেখাবো কত কী
ভেবেছি ভোটে জিতলে সেই দাবিগুলো
মাগুর মাছের মতো রাখবোই জিইয়ে।

সেসব লাগবে কাজে আবার ভোট এলে
এসময় মুখেও আনবেন না দাবি-দাওয়া
বুঝলেন জনগণ প্রতিশ্রুতি ভঙ্গ করাটাই
রপ্ত করেছি, হয়েছে আমাদের গা সওয়া।

আবারও কত ভোট আসবে ভোট যাবে
যেভাবে চলছে হয়তো সেভাবেই চলবে
আপনারা এই অভ্যাসটা রপ্ত করে নিন
আমাদের সুড়সুড়ি দেবেন না প্রতিদিন।