ওরে চতুর পাখি, কাক
তুই কা কা করেই ডাক
তোর গলাতেই এই ডাক মানায়
সুর ছন্দ সব দূরে থাক।
কা কা করে বলেছিলি না কত কথা  
'স্বর্গ গড়ার স্বপ্ন দেখিস' সবই হয়েছে বৃথা
তোর চার দিকটা এখন ভাগাড়
চোখে চশমা পড়ে দেখে নে এর সত্যতা।
বাতাসে ভেসে আসছে যে পচা গন্ধ
বলবি তুই সেতো নয় মন্দ
ভাগাড়ে বাস বুঝবে কি তুই
কোনটা মন্দ আর কোনটা সুগন্ধ।
পড়েছি এখন বিপাকে
দুর্গন্ধ ভেসে আসে নাকে
যদিও সহ্য হয় না মোটেও
পালানোর পথ খুঁজে পাই না কোনদিকে।