দুখের বেড়াজালের ধারে হাঁটু গেঁড়ে বসে আছো?
মন ভারাক্রান্ত? কেন এ সময় মাটিতে মাথা ঠুকছ?
বিশ্ব জুড়ে ঘটমান প্রবাহ দেখে কষ্ট হচ্ছে খুউব?
অন্তরে বিষ বাষ্পের মতো জমছে ক্ষোভ?
অসহ্য ব্যথায় বুকের বাম দিকে চেপে ধরে আছো?

তুমি কি পাষণ্ডদের দিশা দেখাতে ব্যর্থ হয়েছ?
মনের দুঃখে জর্জরিত, এ সময় ঠুকরে কাঁদছো?
মানবতা, ভাবছো এমন তো হওয়ার ছিল না
ধর্ম কী? সেকথা ওরা মোটেও বুঝলো না!
ওরা কতটা গণ্ডমূর্খ সেকথাই কি ভাবছো?

মানবতা, বিশ্ব জুড়ে আগুন জ্বলছে ধিকিধিকি,
ওদের বিবেক পুড়ে হলো ছাই, তুমি করবে কী?
ওরা ধর্মের দোহাই দিয়ে জ্বালাচ্ছে বিশ্ব সংসার
ভাবছে, যা ইচ্ছা করা যায় এ ওদের অধিকার
সময় আসবে যখন বুঝবে ভুল করলো কী।