ও চাষী ভাই, জানি খেটেখুটে করলে চাষাবাদ
জমিতে সোনা ফললেও, হয়েছে সবই বরবাদ
বাবুদের গরু ক্ষেতে ঢুকেই ক্ষুধা মেটাতে
যেখানে যা পেয়েছে খেয়েছে সাথে সাথে
তোমার আশার তরী ডুবিয়ে ওরা মেটালো সাধ।

দুষ্ট গরুগুলো ফসলের করেছে যখনি সর্বনাশ
ছুটেছ বাবুদের কাছে মনে ছিল অগাধ বিশ্বাস
বুঝবে তারা পারোনি ফসল ঘরে তুলতে
গরুগুলোকে ধরতেও পেরেছ হাতেনাতে
এই সাক্ষ্য প্রমাণের পরে করবে কি অবিশ্বাস?

সেই বিশ্বাসে বাবুদের কাছে গিয়ে পেয়েছ কী?
ন্যায্য দাবি আদায়ে জল ঢেলে দিয়েছে নাকি?
ভাবোনি বিচারের আশায় গেলে আদালতে
বিচারের জন্য বাবুদের সম্মতি লাগে তাতে,
বাবুদের সেই সম্মতি তোমার পক্ষে জুটবে কি?

আইন না- জেনেবুঝে হয়েছ আদালতের দ্বারস্থ
তার চৌকাঠে বারবার মাথা ঠুকেছ কয়েক প্রস্থ
বুঝলে বোধ হয় কেউ আইনের ঊর্ধ্বে নয়
আইন মেনে বিচারককে বিচার করতে হয়
এতকাল পরে বুঝেছ কি প্রাপ্য সুবিচার দুরস্ত?