রাজামশাই, হয়তো আপনি আপনার রাজ্যের
গুরুত্বপূর্ণ সকল বিষয়ে আছেন অবগত
তবু একটু খোঁজ নিয়ে দেখুন জনগণ ক্ষতবিক্ষত
তাই আপনাকে যে কথা না বললেই নয়
একটু শুনুন, দাউ দাউ করে জ্বলছে দেশটা,
জনগণ বসে নেই, সামর্থ্য যার যতটা সেই দিয়ে
চালিয়ে যাচ্ছে আগুন নেভানোর প্রচেষ্টা
তবে ফলপ্রসু হচ্ছে কোথায়? সবই যেন ব্যর্থ চেষ্টা
কেননা সর্বস্ব হারিয়ে নিজেরাই উদ্ভ্রান্ত এখন
তাছাড়া তাদের নেই আগুন নেভানোর কাজে প্রশিক্ষণ
সর্বক্ষণ এ কাজে ঘাম ঝরালেও হবে কি
আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম আছে নাকি?
রাজামশাই, কথাগুলো শুনতে পেলেন কিনা জানিনা
কেননা এখনো দেখি, গুনগুন করে গান গাইছেন
আর মাঝে মাঝে নাকে নস্যি পুরে দিচ্ছেন
মনের দুঃখগুলো যে বাঁধন মানে না
তাই আবারো বলছি, 'হুজুর, শুনছেন?
হলো কি? এতো বলার পরেও সারা তো মিলছে না,
এদিকে একবারও তাকাচ্ছেন না ফিরে
কে জানে, এই দেশকে আর কত দুর্দশা ধরবে ঘিরে?
রাজামশাই, অনুগ্রহ করে একটু শুনুন,
সারা দেশে ক্রমেই বাড়ছে আগুন
দমকলের অফিসে ফোন করলে রিংটোন বাজে
কে জানে, তাদের কে ব্যস্ত কোন কাজে!
ফোন করা হলো এক দু'বার নয়, অসংখ্যবার।
ফোন ধরার লোক আছে কিনা জানা নেই
নাকি লোক থাকলেও কর্তব্যে গাফিলতি, জানা নেই
তবে সেদিক থেকে সাড়া মেলেনি কোনো বার।
জনগণ বসে নেই, জানিয়েছে প্রশাসনের সর্ব স্তরে
সেও কাজে আসেনি, কেউ এদিকে তাকায়নি ফিরে।
ভাবখানা যেন 'আগুন লেগেছে, তাতে কি?'
যা হওয়ার হবে, প্রশাসন করবে কী?'
রাজামশাই, আসলে প্রশাসনের লোকেদের
হয়তো এই দৃশ্য দেখার মতো চোখ নেই
জনগণের দুঃখ কষ্ট অনুভব করার মন নেই
দেশটা জ্বলে পুড়ে ছাই হলেও
জনগণ সর্বস্ব হারিয়ে কপাল চাপড়ালেও
প্রশাসনের কারো তাদের পাশে দাঁড়ানো দুরস্ত
কর্তাব্যক্তিদের দীর্ঘদিনের অভ্যাসবশত
তাদের কষ্ট লাঘবে কিছু করে দেখানোর ইচ্ছা নেই
তারা এদিক সেদিক দেখিয়ে সবাই দায়সারা
সর্বহারারা এখন মোটেও বসে নেই
তারা প্রতিবাদে গর্জে উঠেছে
রাজপথে নেমে মিছিল করে বলছে
তবে কি আমরা বাস করছি নেই রাজার দেশে!'