দেখছি প্রাচীন বটবৃক্ষটি ঝড়ে করছে মরমর
ঘোরতর এই দুর্যোগে পক্ষীদের ভাঙ্গছে ঘর
পক্ষীশাবকদের মাথা গোজার জুটছে না ঠাই
অসহায়, বাঁচার অধিকার হারা কাঁপছে থরথর।
কী জানি মহাকাল এসময় কি এতোই নির্দয়
শুধু গড়তে ব্যস্ত রাজারাণীদের-ই সুখবাসর।
পক্ষীশাবকেরা নাজেহাল হলেও করবি কী?
যে কোনও মূল্যে আগলে রাখতেই হবে ঘর।
সুখবাসরে রয়েছে যারা, তারা সদা নির্বিকার
পক্ষীদের রক্ষা করার তাদের নেই কোনও দায়
তারা ভাবে ওরা মরলে তাদের কী আসে যায়?
এই ধরণীতে বেঁচে থাকা শুধু তাদেরি অধিকার।
তারা ভাবেনিও জাতির কিংবা জাতের ভবিষ্যৎ
তারা মুকুট পড়েই এক একজন রাজা দশরথ
তাদের সন্তানেরা বনবাসে গেলেও তারা নির্বিকার
কে জানে, এই পাপ থেকে তারা পাবে কি নিস্তার?
তোদের মুখের দিকে চেয়ে আছে কোন মহাকাল?
পক্ষীরা বাঁচার জন্য শক্ত হাতে ধর নৌকার হাল।
এ ঝড়ে এসময় তোদের উপর বর্তেছে গুরুভার
সরাতে হবে অচলায়তন এই সমাজের জঞ্জাল।