অদ্ভুত অভ্যাস রপ্ত করেছ, বেশ তো!
শরীরে চিমটি কেটে দেখা, আছে কি অনুভূতি?
এযাবৎ এটি প্রয়োগ করেছ হয়তো
তবে এখন থেকে এই অভ্যাসের টানো ইতি।

যখন গ্রহণ করতে গেছি বাবুদের দাসত্ব
তারা লাল সিগন্যালের সামনে দাঁড় করিয়ে
অনর্গল যা বলেছে সবই শুনেছি মন দিয়ে
বললো, জীবিকার তাগিদে মানতে হবে কিছু শর্ত।

বাড়লেও তাদের গণ্ডিতে কালো বিড়ালের দৌরাত্ম্য
সেগুলো তাদের ছা পোষা বিড়াল হলে
পায়ের পাশে ঘুরঘুর করলেও সাতসকালে
বাবুদের স্বার্থে সহ্য করতে হবে ওদের বাড়বাড়ন্ত।

বলে গেল দাসত্ব গ্রহণে আছে আর কী কী শর্ত!
কালো বিড়ালের ধাক্কায় সব লন্ডভন্ড হলেও
চোখের সামনে মিথ্যাচারের ব্যাপ্তি ঘটলেও
সত্য গোপন করে বজায় রাখতে হবে বাবুদের স্বার্থ।

তারপরও বুঝতে পারছো না চিমটি কেটে হবে কী?
কোথাও কিছু ঘটলেও কী, দাসত্বের শর্তে বর্ম পরেছি
সত্য অনুসন্ধানে চেপে ধরেও করবে কী সাঁড়াশি?
মোটেও লাগবে না গায়ে, সেও বলতে হবে কি?