দৌড়ে এসে বললো রাণী-মার সেবাদাসী,
'রাণী-মা, শোনো দেখেছি আকাশ ঢেকেছে
ঘন কালো মেঘে। চারিদিক থেকে বইছে
ঝড়ো হাওয়া। মনে হলো মোটেও ভালো
নয় আবহাওয়া। কী জানি, দেবরাজ ইন্দ্র
গেছেন কি রেগে!
দেখবে এসো জানালা দিয়ে, একে একে
ধেয়ে আসছে অশনি। ওরা কী কাণ্ড ঘটাবে,
কি জানি!
রাণী-মা, এই তো ঝড়ের সবেমাত্র শুরু
তাতেই তাকিয়ে আছো ফ্যালফ্যালয়ে?
তবে কি এখনি ভয়ে তোমার বুক করছে
দুরুদুরু?
রাণী-মা, তাহলে এ সময় করবে কী?
মাটিতে দণ্ডবৎ হয়ে ইষ্টদেবতা কে স্মরণ
করবে কি? এ দুর্যোগে তাঁকে বলতেই
পারো, ঠাকুর, হাওয়া ঘুরিয়ে দিতে চেষ্টা
করো।
এ সময় তোমাকে একথা বলছি বটে,
তবে বলা দুষ্কর হাওয়া ঘুরবে কি তাতে?’