এইতো সেদিন রাজা ফিরছেন মৃগয়া থেকে
ক্রীড়ারত একটি ছেলে ছুটেছে তাকে দেখে
কৌতুহলের বশে তাকে আঁকড়ে ধরেছে
প্রশ্ন করতে ও থাকতে চায় না সংকোচে
ভেবেছে, সে উত্তর জিজ্ঞেস করবে রাজাকে।

রাজার সামনে এসেই বললো ছেলেটা, বলবে
রাজা, তোমার ভয় অহিংস না সহিংস বিপ্লবে?
এ কথা শুনে রাজা থাকেনি চুপ করে বসে
তৎক্ষণাৎ সে তার আসন থেকে উঠে এসে
তাকে বুকে জড়িয়ে ধরে বললো, শুনবে তবে?

বলছি চুপিসারে, শাসকেরা সহিংসদের ডরে
পরাজিত হলে সন্ধি না-করেও থাকতে পারে?
ইতিহাসে অজস্র ঘটনার উল্লেখ আছে
পরাজিত রাজাকে সন্ধি করতে হয়েছে
নয়তো হেরে সিংহাসন রাখা যায় নাকি ধরে।

দেশে অহিংস আন্দোলন হলে ভয় কি তাতে?
তোষামোদে শিকে ছিঁড়ে পড়ে কি কোনমতে?
পঙ্গপাল ভয়ে পালায় আগুন দেখে
অস্ত্র দেখে অহিংসরা পালাতে থাকে
বিপ্লব কি দানা বাধে অহিংস বিপ্লবীদের হাতে?