যাই বলো আজও বুঝি না তোমার মতিগতি!
করছো যা তাতে হবে নাকি কোনো বড় ক্ষতি?
কাচের বাটি নিয়ে খেলছ যে ছোড়াছুড়ি
ভাবছ নাকি হচ্ছে একটুখানি বাড়াবাড়ি?
এ বয়সে খেলনা হতে পারে কি কাচের বাটি?
বোধ হয় করে যাচ্ছ একেবারেই ছেলেখেলা
একটু আধটু নয় খেলা চালিয়ে যাচ্ছ দু’বেলা।
তোমার সাহস দেখে বলতে হয় বলিহারি
বিস্মিত অনেকে, কেন করো গা-জোয়ারি!
কত কি যে ঘটতে পারে সেকথা যায় না বলা।
শিশুরা এ নিয়ে খেললে তাদের বোঝানো যায়
কাচের বাটি নিয়ে খেলা তোমায় আদৌ মানায়?
কেউ কি বলতে পারে হাত থেকে পড়বে না?
হাত থেকে পড়লেও ভেঙে খান খান হবে না?
বলি, বিপত্তি ঘটলে কার উপর বর্তাবে সেই দায়?