তোরা জল চেয়েছিস খেতে
আমার ঘরে জল নেই তো মোটে
ফাঁকা কলসি নিয়ে বসেই আছি
তোরা বস আমি কলতলাতে জল আনিতে যাই।
ওরে তোরা একটু সবুর কর
বুকের খাঁচা জোরে চেপে ধর
দেখি তোদের জন্য কী করিতে পারি
আমি কলসি কাঁখে কলতলাতে জল আনিতে যাই।
ওরে জলের তল গেছে সরে
ওই কলে জল যদি না আর পড়ে
তোদের কী বলবো ঘরে ফিরে
তাই মেঘ জল দে বলে এখনি গান শুনিয়ে যাই।
যদি তেষ্টায় বুকের ছাতি ফাটে
এতো চেষ্টা করেও জল যদি না জোটে
বলবো দু’হাত তুলে আমার কিছু করার নাই
তখন তোরা করবি কী আর চৌকাঠে মাথা না-কুটে!