চারদিকে চলেছে খোঁজাখুঁজি, দূরবীনেও নজরে এলো না
থানায় গিয়ে মিসিং ডাইরি? সেই কাজটিও বাদ গেল না।
সদলবলে লোকজন এখনো করছে খোঁজাখুঁজি
খুঁজে না পেয়ে বলছে ক’জন কোথায় এই পাজি
তন্নতন্ন করে খুঁজছি, তারপরও তার দেখা মিললো না।

খুঁজে খুঁজে হয়রান হয়ে এখানে তোমায় দেখছি এখন
গলায় চড়া বিদ্যুৎ মাসুলের ফাঁস লাগালো কে, উন্নয়ন?
আর বেশি দেরি নয়, কষ্ট অল্প একটুখানি সময়
তারপর চোখ উল্টে মরে পড়ে থাকবে বোধ হয়
তোমাকে চিতায় তোলার সম্পূর্ণ হয়েছে সব আয়োজন।

ওই যে তোমার শ্মশান যাত্রী হতে আসছে কীর্তনীয়া দল
স্বর্গরথও প্রস্তুত,শ্মশানে নিয়ে যেতে লাগবে না লোকবল
অল্প কিছু লোক হলেই এই কাজ মিটে যাবে
হরি বোল, হরি বোল বলে চিতায় তুলে দেবে
উন্নয়ন, তারপর ওঁ শান্তি বলে ছিটিয়ে দেবে গঙ্গা জল।

উন্নয়ন, স্বর্গযাত্রার এমন ব্যবস্থা দেখেও চুপ করে আছো
কথা বলতে কষ্ট হচ্ছে? এর স্বপক্ষেই একটু না হয় কাশ।
স্বর্গে গিয়ে আবারো ফিরে আসার দাবি করবে কি?
আর মোটেও ফিরতে চাই না এই কথা বলবে নাকি?
তবে বেশতো, স্বর্গে গিয়ে তুমি একেবারে চুপ করে বসো।