শান্ত সরোবর, তার যেদিকে তাকাই
হয়তো দু চারটা শিঙি মাগুর মেরেছে ঘাই
সেও সইতে পারোনি, হয়েছ এতোই অস্থির?
ওদের ধরে মারবে করেছ মনস্থির
সহিষ্ণুতার অভাব, ওদের নিস্তার নাই।
ওদের লক্ষ্য করে ছুঁড়লে ইট পাটকেল
হয়তো দেখাতে চেয়েছ খেল
দেখছ সরোবরটা উত্তাল তরঙ্গে কতটা অশান্ত!
দেখে তো মনে হয় ব্যাপক উদভ্রান্ত
সকাল থেকে বেলা গড়িয়ে এখন বিকেল।
ভয়াবহ এই পরিস্থিতি দেখে লাগছে অসহায়?
ভাবছ সেটি যেদিকে গড়ালো কে নেবে দায়?
এই অবস্থায় যেও না সরোবরের তীরে, সরে দাঁড়াও
ঢেউ এসে আছড়ে পড়তে পারে তোমরাও গায়
সে যে এখন কী করতে চায় বোঝা দায়!