কোন এক দেশে মেধার সমাধি হয়েছে বটে
মেধাবী যুবক-যুবতীদের কাজ নেই বরাতে
তাদের জীবনের স্বপ্ন হলেও মিছে
তাতে কী, রাজার কী যায় আসে?
তবু রাজানুগ্রহে অনেকের কিছু ভাতা জোটে।
ভাতাজীবীরা ভাতা নিয়ে উল্লাসে বগল বাজা
দু'হাত উচ্চে তুলে ধরে বল এ তো ভারী মজা
কাজ করতে হয় নাতো মোটে
ঘুমিয়ে কাটালেও ভাতা জোটে
সেই অর্থে নেশাচুর হয়ে স্বপ্নে হওয়া যায় রাজা।