বিছুটি পাতার ছোঁয়া খেয়ে করলে রোদন
করণীয় কী? এই ভেবে করলে কালযাপন।
তাকে বাঁচিয়ে রাখলে অতিশয় যত্ন করে
ভাবোনি করতে হবে তার মূল উৎপাটন।
মুখটি বুজে বেশ তো সইলে গায়ের জ্বালা
এই গাছে জল সারও জোগালে দুই বেলা।
এখন কি ছাড়িয়ে গিয়েছে দহন সহ্য সীমা?
এবার ঘনিয়ে এসেছে বোধোদয়ের পালা?
কে, কবে মত্ত হাতিকে নিয়ে করেছে খেলা?
প্রাণের ঝুঁকি নিয়ে সোহাগ করেছে দু’বেলা?
হায় রে, এই কথা মোটেও ভাবোনি এযাবৎ!
কেউ কি মত্ত হাতিকে পরাতে যায় মালা?
বিলম্ব হলেও ভালো যদি জাগে বোধোদয়
আর যেন চুল্কিয়ে জ্বালা বাড়াতে না-হয়।
নতুবা দেখতে হবে কালো মেঘের ভ্রুকুটি
ভাবো, কী করলে কাটবে ঘোর দুঃসময়।