‘বাড়তে যেও না অতি’ শোনেনি সতর্ক বাণী
যে যাই বলুক, এখনও সেভাবে ঝড় ওঠেনি
সারা আকাশ ঘন মেঘে ঢাকা কালো,
মেঘের গুম গুম গর্জনও শুরু হলো
উঠলে ঝড় কী আকার নেবে বোঝা যায়নি।

সমাজে বাড়ছে দুর্নীতি বাড়ন্ত লাউগাছের মতো
লোভ লালসার মত্তরা হতে চাইছে নাকি সংযত?
তাদের জিভ লকলক করছেই লোভ লালসায়
সমাজ যেদিকেই গড়াক তাদের কি আসে যায়?
কে জানে, ললিপপের জন্য তারা ছুটবে আর কত!

তাদের কাজ দেখলে মীরজাফরও হার মানতো
সমাজের বুকে করতে চাইতো না এভাবে ক্ষত।
ইতিহাসের পাতা থেকে কি সব মুছে গেছে?
কে জানে, সমাজ গড়াবে কোন দিকে শেষে!
বুঝলে সেকথা সমাজের স্তম্ভগুলো নড়বড়ে হতো?

বোঝেনি লাউগাছ অতি বাড়লে হয় কী দুর্দশা
অত্যধিক বাড়লে তার ভার বইতে পারে মাচা?
ভালো হতো, মনে রাখতো যদি সেকথা
কে জানে, প্রবাদ প্রবচন যাবে কি বৃথা?
উঠছে যেভাবে ঝড় বোধ হয় দুষ্কর হবে বাঁচা।