দেবী দুর্গতিনাশিনীর পুজা হয়েছে সমাপন
প্রস্তুতি পর্ব চলছে প্রতিমাকে দিতে বিসর্জন
নদীঘাটে ভাসান দেখতে হয়েছে জনসমাগম
এ দৃশ্য দেখতে ডিঙ্গিতেও চড়েছে লোকজন।

অনেকের স্মৃতিতেও ভাসছে দেবীর বোধন
বিসর্জনের বাজনা বাজতেই বিমর্ষ ক’জন
শ্লোগানে আকাশ বাতাস করেছে মুখরিত
দেবীর আসতে যতক্ষণ এখন যাবে বিসর্জন।

দেখেছি ঘাটে বাধা ডিঙ্গিতে ছিল যে লোকজন
এই শ্লোগানে তাদের মধ্যে শুরু হতেই আলোড়ন
অনেকেই প্রস্তুত ডিঙ্গি থেকে নামবে কে, কখন।
এই দৃশ্য দেখে দেবী হতভম্ব না-হয়ে পারে তখন?

দেখেছি ডিঙ্গি থেকে নেমে যারা ফিরছে ঘরে
বিষন্ন মুখ, তাকাচ্ছে না আর পিছনে ফিরে?
হতচকিত দেবী! অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে।
বিদায়বেলায় এই দৃশ্য দেখে ঠিক থাকতে পারে?

সন্তানদের নিয়ে দেবী এই অবস্থায় করবে কী?
বিসর্জনের বাদ্য বাজার পরে বসে থাকা যায়?
বিষন্ন মুখে ঘাটে বসে হয়তো একতারা হাতে
গুনগুন করে গেয়েছে গান 'এবার দাও বিদায়।'