ভাবছো বোধ হয় এই গাছটি বাড়ছে বাড়ুক
সুফলা হবেই, পাকা ফল খেয়ে পাবেই সুখ।
ভাবনাটা মন্দ না, তবে গাছটি কি চেনা?
গোড়ায় জল ও সার দিচ্ছ তো মন্দ না
গাছের শ্রী বৃদ্ধি দেখে আনন্দে ফুলছে বুক?
তোমার এই কাণ্ড দেখে বলছে সমস্ত নিন্দুক
বিষবৃক্ষের গোড়ায় জল ঢেলেও পাচ্ছো সুখ?
করছ কী কাণ্ডখানা একবারও ভাবলে না?
পশুপাখিও এই ফল খেতে মুখ বাড়ায় না।
তবু তুমি এই গাছের শ্রী বৃদ্ধি ঘটাতে উৎসুক।
ঢালো আরও জল-সার জেগেছে যখন সাধ।
অবসরকালে গুনতে থাকো হলো কী পরমাদ।
এই ফল খেলে মৃত্যু হতে পারে সবার জানা
অচিরে খুঁজে নিতে হবে মরণ কূপে ঠিকানা
সংশয়াতিত, এই নিয়ে কারো মনে নেই বিবাদ।