আজও বুঝি তোমার বদভ্যাস মোটেও ঘোচেনি?
সাধ জেগেছে কি হতে কৌরবদের মামা শকুনি?
কী জানি, ডেকে আনতে কি কুরুবংশের সর্বনাশ
দুর্যোধনের পরামর্শদাতা হতেও বিবেকে বাঁধেনি?
বলছে কাকাতুয়া, আজও তোমার ঘোর কাটেনি?
নৌকার দাঁড় বাইতে গিয়ে হালে না-পেলেও পানি
কেন যে স্রোতের বিপরীতে নাও ঠেলতে গেলে!
বলবে, আগেও কি কম জুটেছে ব্যর্থতার গ্লানি?
যুবরাজ নির্বাচনের প্রাক্কালে খেলতে এসে তাস
ঘোষণা করলে নির্বাচনে ফলাফলের পূর্বাভাষ,
এই রিপোর্ট নাকি জনমতের সমীক্ষার ভিত্তিতে
চাল দিতে গিয়ে দিলেও হাতের তুরুপের তাস?
শকুনি, জানি, বিনাস্বার্থে তুমি একাজে নামোনি
তোমার স্বার্থসিদ্ধির জন্য মানতে হয়েছে গ্লানি?
বলি, কুরুক্ষেত্রের রণাঙ্গন যুদ্ধের জন্যও প্রস্তুত
শোনো তোপধ্বনি, এ যুদ্ধে কী ঘটবে কী জানি!
শকুনি, বলতে পারো, যদি সত্যি হয় তোমার
হিসাব নিকাশ দেশের প্রাক-নির্বাচনী সমীক্ষার,
আগে কেন মিলেনি বহু সমীক্ষার হিসাবনিকাশ?
আর এ দেশে ব্যয়বহুল ভোটেরও কী দরকার?