বললেন বাবুমশাই, পাটনি এতো সমস্যা ভারী!
সময় গড়িয়ে যায় মোটেও এগোয় নাতো তরী।
দাঁড় বাইতে বোধ হয় তোর সমস্যা হচ্ছে খুবই
বলবি আর কতকাল এভাবে বসে থাকতে পারি?

বললো পাটনি, বলবেন আমি কী করতে পারি?
পালে না- লাগলে হাওয়া এগোতে পারে তরী?
বাবুমশাই দেখছি এসময় খুবই বৈরী আবহাওয়া
সেটি অনুকূল হবে কখন আমি কি বলতে পারি?

পরিস্থিতি যা এসময় খুঁজে পাই না কোন দিশা
তরী ও-ঘাটে নিয়ে যেতে পারবোই নেই আশা।
বাবুমশাই, অপেক্ষায় থেকেই দেখুন কী দাঁড়ায়
বলতে পারি এসময় বিধাতাই একমাত্র ভরসা।