বলি শোনো, 'চড়ুই, এযাবৎ খেটে নয়,
অল্প আয়াসে যেভাবে পেরেছ মাঠে
খুঁটে খুঁটে ধান খেয়েছ।
গাছে বসে দেখেছে কাকাতুয়া, 'এভাবে
আর খাস না’ সেকথা বলারও কেউই
ছিল না।
ভেবেছিলে বোধ হয় অবাধ স্বাধীনতা
পেয়েছ। বোধ হয় এখন বাদ সেঁধেছে
কাকতাড়ুয়া। সে এখন ফসলের মাঠ
দিচ্ছে প্রহরা।
তাকে দেখে এখন মাঠের পাকা ধান
খেতে ভয়? ভাবছো, নজরে পড়লেই
ধরে ফেলবে নিশ্চয়।
তবু লালসায় মাঠের পাকা ধানে মুখ
বাড়ালে? কাকতাড়ুয়া দেখে ফেলেছে
তাই ভয় পেলে?
ভাবছো এখন এবার কী জানি কী হয়?
দুরুদুরু করছে বুক? -মনে এতো ভয়?
কাকতাড়ুয়া ছাড় দেবে কি?- সে নিয়ে
মনে জাগছে সংশয়?
মনে রেখো, বিচারের বাণী বড় নির্দয়।'