পা বাড়ালে যখন গিরিশৃঙ্খল বন্ধুর সংকীর্ণ পথে
জানতে সমগ্র অঞ্চল ভূমিকম্প প্রবণ
ভূকম্পন শুরু হতে পারে যখন তখন
ভূ-আলোড়ন বেশি হলে নানাবিধ বিপত্তিও ঘটে।
কে জানে, জেনে বুঝে কেন মজেছিলে আবেগে!
বলা দুষ্কর, তাড়িত হলে কি কারো ইন্ধনে?
বন্ধুর পথে কী করনীয় সেও জাগেনি মনে?
বিবেকও কি দেয়নি সাড়া তাণ্ডব নৃত্যের আগে?
তাণ্ডব নৃত্যের সময় শোনোনি মহাপ্রলয়ের ধ্বনি?
দেখোনি ধ্বস শুরু হয়েছে পর্বত হতে?
ভাবোনি, পড়ে যেতে পারো গিরিখাতে?
বিধি বাম হলে বেঁচে ফিরবে না সেকথা ভাবোনি?
এখন ধ্বস শুরু হওয়ায় নড়ে উঠেছে গিরিপর্বত
কে জানে, এই ধ্বস আর কতদূর গড়াবে!
বলা দুষ্কর, থামতেও কতটা সময় লাগবে
মনে হয়, অবরুদ্ধ হয়ে পড়েছে তোমার গতিপথ।