দেখেছে শুধুই রেসের ঘোড়া, দেখেনি জকি
হাতের কাছেই পেয়েও উভয়ের জীবনপঞ্জি।
দেখেছে বাজির ঘোড়াটি ছুটতে অভিজ্ঞ কি?
দেখেনি জকির মুকুটে পালক জুড়েছিল কি?
রেসে নজর তার বাজির ঘোড়াটি ছুটেছে কি?
দেখেনি জকি সেটিকে ছোটাতে পেরেছে কি?
বাজির ঘোড়া পিছলেই সে করেছে চিৎকার
অসফল হওয়ায় অতিকষ্টে বইছে মনোভার!
হায়রে, ঘোড়ার উপরেই সঁপেছে হারের দায়।
ভাবেনি দায় কি শুধু ঘোড়ার উপরেই বর্তায়?
ঘোড়াকে জকি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দায় কার?
ভাবেনি তার দক্ষতাও বিবেচনা করা দরকার।
দেখতে হতোই ঘোড়ার ও জকির জীবনপঞ্জি
ওদের কার মুকুটে পালক লেগেছিল কত কী!
এখন হেরে গিয়ে চিৎকার করে কী হবে আর?
বোধ হয় সেই ভালো নিজেকে দিলেই ধিক্কার।