খিদে খুব, লোভ লালসায়ও মত্ত
ক্ষুধার্ত পিঁপড়েরা মাতগুড়ে আসক্ত
মাতগুড় হলেও কী, ওর এতোই কদর
পেয়েছে যখন এই গুড়ের হাঁড়ির খবর
থাকতে পারে পিঁপড়েরা আর গর্তে বসে?
সদলে ছুটেছে ওরা কোমর কষে।
এই গুড়ের গন্ধে ওরা এমনি জব্দ
ওদের মুখে নেই কোনও 'রা' শব্দ
গতিমুখ একেবারে হাঁড়ির দিক বরাবর।
বাবু মশায়ের কাছে পৌঁছলে সেই খবর
তিনি তৎপর হয়ে ছুটে এসে দেখলেন
তার কাছে পৌঁছানো খবরে নেই কোন ভুল
পিঁপড়েদের গতিবিধি দেখে তিনিও মশগুল।
বললেন বাবুমশাই, 'ওরে তোরা কত খাবি খা
খেয়ে আনন্দে মেলে ধরতেও পারিস পাখা
ভাবিস না লোকসান গুনতে বসে আছি
তোদের গলা টিপে ধরতে তৈরি আছে সাঁড়াশি
দেখবি লোকসানের সব সুদেমূলে করবো উসুল
তাতে ভুল হবে না এক চুল'।