কাঠঠোকরা, চেয়ে দেখ গাছটা গেছেই মরে
অজস্র পোকা বাসা বেঁধেছে গাছের কোটরে।
খাবারের খোঁজে করিস হাঁসফাঁস
চারিদিকে খাবার খুঁজে বেড়াস তন্নতন্ন করে।

খাবারের খোঁজে আর কোথাও যেতে হবে না
এখানেই জুটবে তোর খাবার,স্বাদেও মন্দ না
ভুঁড়িভোজ ও মিটিয়ে নিতে পারিস
এমন সুবর্ণ সুযোগ আর আসবে কিনা জানিনা।

কাঠঠোকরা, ঠুকে যা, থাকিস না একটুও বসে
খেতে পারবি না আর যদি আঁধার ঘনিয়ে আসে
খিদেয় কষ্ট পাবি খাবারের নাগাল পেয়েও
তেমন দশা হয় না যেন, ভোজ সেরে নে সরসে।