বেশ তো শরীরটা সুললিত
একেবারে সবার নজর কাড়ার মতো!
সে আর হবে না কেন?
কে, আর হতে পেরেছে এতো অন্ধ প্রভুভক্ত?
ভেবে দেখেছ প্রভু সৎ না অসৎ?- বলা শক্ত।
হতে পারো প্রভুর এতোই বিশ্বস্ত দেহরক্ষী
তোমার উপস্থিতিতে যে কোন মুহূর্তে
সামনে এসেও দাঁড়াতে পারে না কাক পক্ষী,
যে কোনো কারণে প্রভুর দেখা দিলে দুর্গতি
তার যে কোনো নির্দেশ পালনে হতে পারো ব্রতী,
সদা প্রস্তুত শত্রুর হাত থেকে তাকে বাঁচাতে
প্রয়োজনে নিজের জীবনও বিসর্জন দিতে
প্রভুর কোন ক্ষতির সম্ভাবনা দেখা দিলে
কিংবা তার নির্দেশ পেলে
গর্জে উঠতেও পারো গলা ফুলিয়ে
শত্রুকে আক্রমণ করতে পারো সর্বশক্তি দিয়ে
হয়তো দুবেলা ভালো খাবার পেয়েছ
আর সেই দেখে লেজ নাড়তে নাড়তে খেয়েছ।
সারমেয়, পেয়েছ বটে জীবনের নিরাপত্তা
প্রভুর নির্দেশ মতো কাজ করো বটে
নিজের চিন্তা বয়ে যায় কোন স্রোতে?
অলস মুহূর্তেও ভেবেছ কখনো সেকথা
প্রভু কিভাবে করে জীবন নির্বাহ?
সেটি সমাজের পক্ষে গ্রহণযোগ্য নাকি দুর্বিষহ?
সারমেয়, সেটি গ্রহণযোগ্য না হলে
সচেতন যে কেউ ভাববে
এভাবে সুখে বাঁচতে চেয়েছে কে, কবে?
তার চেয়ে পথ কুকুরের মতো বেঁচে থাকা শ্রেয়।