বাংলাভাষার মর্যাদা কত বেড়েছে সংশয় জাগে
ব্যবহারিক কাজে না-লাগলে কে ভাসে আবেগে?
এই ভাষা ভুগছে কোন্ নান্দনিকতার অভাবে?
তার শব্দভান্ডারে কত রত্ন আছে ক'জন ভাবে?
বিশ্বের সবচেয়ে শ্রুতিমধুর এই ভাষা বুঝবো কবে?

ভুল থেকে শিক্ষা নিতে অনেকেরই সময় লাগে
ভাষারত্ন খুঁজে পাওয়া যায় কি ভাসলে আবেগে?
মধু কবিও প্রথমে করেছেন ভয়ানক ভুল
ভিন ভাষার রত্ন খুঁজতে হয়েছেন মশগুল
মহান কবি, ভুল বুঝতে কি তার খুব সময় লাগে?

কবি ভাষারত্ন খুঁজে পেতে বিদেশে দিয়েছিলেন পাড়ি
ডুবুরির মতো এই কাজ শুরু করেছিলেন তড়িঘড়ি।
বিলম্ব হয়নি, বিধাতা দিলেন তাকে খবর
বাংলা ভাষায় রয়েছে অজস্র রত্নের আকর
ভ্রান্তির অবসান হতেই দেশে ফিরতে হয়নি দেরি।

বুঝলেন বাংলা-মা শ্রেষ্ঠত্বের শিরোপা পড়ে আছে
তাকে বাদ দিয়ে ভিন্ ভাষায় রত্ন খোঁজাও মিছে
কবি নেমে পড়লেন বাংলাভাষার রত্ন আহরণে
কত অমূল্য রত্ন তুলে আনলেন, কে না জানে?
এই রত্ন ভান্ডার খুঁজে পাওয়ারও দিয়েছেন দিশে।

তবু অনেকেই এই ভাষার যথাযথ গুরুত্ব বুঝিনি
ভাষার অমূল্য রত্ন চিনতে শিখব কবে, কি জানি!
আজও ঝুঁকে রয়েছি পাশ্চাত্য ভাষার দিকে
ক্ষতি নেই শিখলে ও প্রয়োগ করলে তাকে
তাতে মাতৃভাষার গুরুত্ব আদৌ কমে না, জানি।