ভালো লাগে যদি কেউ পা জড়িয়ে ধরে
পদলেহন করতেও যখন সে শুয়ে পড়ে
আশীর্বাদ করি তাকে দু’হাত ভরে
দড়ি দিয়ে বাঁধি যেন যায় না সরে
গোলাম হয়ে থাকে যেন আমার সংসারে।
যদি পায়ে পড়ে পুজো দিতে আসে, ভালো
বলি তাকে এই কাজ করায় মনটা জুড়লো
ফুল দিয়ে পুজো করবে? করতে পারো
নীল, সাদা, গোলাপি ফুল জড়ো করো
তবে লাল ফুলে ভয়, তাকে এড়িয়ে চলো।