ও খুকি, তুই দুষ্টু ভারী, তোকে চেনাও দায়!
কত বিজ্ঞরা যে হার মেনেছে গুনে বলা যায়?
দুধের বাটি হাতে নিয়ে বললি বটে
এই সময় দুধ খাবি না কোনমতে
মুখ ফুটে যা বলেছিস সেটি সত্যি কোথায়?
মনের কথা গোপন করে কত রঙ্গ দেখালি!
ডগডগ করে সব দুধ তো বেশ গিলে খেলি
এক বাটি দুধ খেয়ে ও তৃষ্ণা মেটেনি?
আর কত খেলে তৃষ্ণা মিটবে, কি জানি!
রাগে গিজগিজ করে হাত-পা ও তো ছুঁড়লি।
বাটির দিকেই হাত-পা ছুড়েছিস বারে বারে,
ভাবলি না দুধের এই বাটি টি ভাঙ্গতে পারে?
তোর মনের কথা খোলসা কথা বলবি?
ক’ ঘড়া দুধ গিলে খেয়ে পেট ভরাবি?
আর যোগান দিতে হবেই যতটা পেটে ধরে?