ভাবলে হতো সব লোক অবুঝ নাকি দাও যে মিথ্যা ভাষণ
শুনবো কত আর মিথ্যা ভাষণ গায়ে লেগেছে খুবই জ্বালা
আজগুবি সব কথা বলায় আজও নেই কি জিভে নিয়ন্ত্রণ?
ভাবলে হতো সব লোক অবুঝ নাকি দাও যে মিথ্যা ভাষণ।
দেশের সব লোককে বোকা বানাতে গিয়ে বুঝছ কী এখন?
সত্যি যদি বলতে রোজ আজ সবাই গলায় পরাতো মালা।
ভাবলে হতো সব লোক অবুঝ নাকি দাও যে মিথ্যা ভাষণ
শুনবো কত আর মিথ্যা ভাষণ গায়ে লেগেছে খুবই জ্বালা।