যুদ্ধে কি জেতা যায় শুধুই অস্ত্র ও শক্তির বলে?
ইতিহাস সাক্ষী অসম শক্তিধরের মধ্যে যুদ্ধ হলে
সাফল্যের দৌড়ে বুদ্ধির গুরুত্ব কতখানি
কাণ্ডারী বিভ্রান্ত হলে পায় না হালে পানি
দুর্বল প্রতিপক্ষ জিততে পারে ছলে বলে কৌশলে।
হতে পারো বীর, সমরাস্ত্রও যথেষ্ট থাকতে পারে
ভাবোনি রণকৌশল দুর্বল হলে কী ঘটতে পারে?
যুদ্ধে প্রতিপক্ষের বুদ্ধিকে অবজ্ঞা করলে?
ভাবোনি সে যুদ্ধে জিততে পারে কৌশলে?
হারলে পারবে কি তোমার বীরত্বগাঁথা রাখতে ধরে?
কী জানি, এই যুদ্ধে সে আবার প্রমাণের অপেক্ষায়?
যুদ্ধে প্রতিপক্ষের রণ কৌশলে হারলে সে কার দায়?
ভাবছো বীর, হারলে সে হবে দৃষ্টিনন্দন
করতে হলে অসহায়ভাবে আত্মসমর্পণ?
শুনছ? এখনি সেই অশনি সংকেত শোনা যায়।
হায়রে, উত্তেজিত হয়ে বর্ম খুলে যুদ্ধক্ষেত্রে এলে
কোন্ বীরযোদ্ধা এমন কর্ম করেছে কোন্ কালে?
প্রতিপক্ষের বুদ্ধিমত্তাকেও গুরুত্ব দিলে না
এই অবজ্ঞার ফলে কী হতে পারে ভাবলে না
এখন সময়ের অপেক্ষা পড়তে প্রতিপক্ষের জালে।