ভাবছে চাষী গাছের নিচে বসে
এসেছে এ কী আজব দিনকাল
মাঠে যেটুকু ছিল সোনার ফসল
খেয়ে সাবার করেছে পঙ্গপাল।
সংসারের করেছে বেহাল দশা
তার সামর্থ্য কী যে ধরবে হাল?
বাঁচার যেটুকু ছিল আশা ভরসা
সবই করে দিয়ে গেছে বানচাল।
ভাবেনি তার জীবন জোয়ারে
আসবে এমনি ভয়ংকর ঝড়,
সংসার করবে এমন নড়বড়ে
মন্দ বাতাসে কাঁপবে থর থর।
ভাবেনি রাতের অন্ধকারে এসে
ওরা এমনি কাণ্ড ঘটিয়ে দেবে
এখন গুনতে হবে ভুলের মাশুল
কে বাঁচার উপায় বাতলে দেবে?