গাছে পাকা তাল দেখে মন আনচান করেছে বুঝি?
গাছে চড়ার সামর্থ্যও নাই, চেষ্টাও কি গেছে উবে?
তবে ধুপ করে ফল পড়ার অপেক্ষায় থাকতে হবে
সেটুকু ও ধৈর্য ধরেনি, করতে গিয়েছ কারসাজি?
দুষ্টু বানরকে ডেকে এনে তুলে দিলে সেই গাছে
সে একাই যদি পাকা তাল পেরে খায় এই ভেবে
মন আনচান করলে থাকতে পারোনি আর বসে?
তার লেজ ধরে চড়তে গেলে মস্ত বড় সেই গাছে।
ভাবলে না মোটেই বানরটা লেজ নাড়াতে পারে
তখন পারবে কি লেজটি শক্ত করে রাখতে ধরে?
ভেবেছ কি কত কী ঘটতে পারে হাত ফসকালে?
হাসপাতালেও ঠাই হতে পারে হাড়গোড় ভাঙলে।
এখন বুঝি হলো তাই, ঠাই পেয়েছ হাসপাতালে
এতদিন যা ভেবেছিলে সব ভাবনাই গেছে জলে!
অপারেশন থিয়েটারে শুয়ে ভেবে দেখতে পারো
বানরের লেজ ধরার জন্য কি এই দশা হতে পারে?