নদী কলকল শব্দ করে নিজে সাগরে যাচ্ছিল
পাঁক যা ছিল সে নদী নিজেই বয়ে বেড়াচ্ছিল।
নাইবা হলো তার সাথে সম্প্রীতির বন্ধন
বহু দূরে সরে থাকার সুযোগ ছিল যখন
অযথা সে জল ঘোলা করার কি দরকার ছিল?
মনের আবেগে যত খুশি তুমি ভাসতে পারো
বাঁধ ভাঙ্গা উল্লাসে স্বপ্নপূরণ ও করতে পারো।
কে জানে, ঘটেছে এ কিসের পরিণতি!
বোঝা দুষ্কর, কী ছিল তোমার মতিগতি
কেন যে নিজের পায়েই অযথা কুড়াল মারো!
বোধ হয় নদীর জল ঘোলা করে বিপদ বাড়লো
পাঁক উথালপাথাল করার যথেষ্ট সুযোগও পেল।
দেখছ উল্লাসে কত পাঁক উঠেছে ভেসে?
কেন যে এ কাজটি করলে কোন সাহসে?
অযথা একাজ করায় কতটা জল ঘোলা হলো।
বুদ্ধি বিভ্রাটে কি নদীর এই পাঁক ঘাটতে হলো?
ভেবে চিন্তে এমন কাজ না-করাই ভালো ছিল।
পাঁক ডুববে কখন?- এ সময় ভাবছো বসে?
যাই বলো, সেকি আর ডুববে এক নিমেষে?
ধৈর্য ধরে এ সময় অপেক্ষার প্রহর গোনা ভালো।