আকাশে ঘনীভূত হয়েছে কালো মেঘ
চারিদিক ঢেকেছে অন্ধকারে
এই আবহে কখন কি ঘটে সেই ভেবে
প্রবীনরা কাঁপছে থরথর করে।
দুর্যোগের আবহ, তারা উদ্বেগে ধরাশায়ী
দেখছে নাকি ঝড়ের পূর্ব লক্ষণ
অনুভব করছে ঠকঠক করে কাঁপছে মহী
ঘনিয়ে এসেছে যুগের সন্ধিক্ষণ।
তরুণ প্রজন্ম দেখছে সমাজের জঞ্জাল
এই আবহে বেঁচে থাকা দুর্বিষহ
দেশপ্রেমে উদ্বুদ্ধ যে যা দেখেছিল স্বপ্ন
কেটে গেছে তাদের সমস্ত মোহ।
ভাবছে তারা জড়ালো দুঃস্বপ্নের জালে
কিছুতে কাটে না দুঃস্বপ্নের কাল
তার চেয়ে ভালো উঠে যদি ভয়ানক ঝড়
দূরীভূত হোক জমে থাকা জঞ্জাল।
তাতে যদি হয় হোক চারিদিকে ছারখার
সেই ভয়ে কাটাবে আর কতকাল?
এই দুর্যোগের আবহে সেটি খুব দরকার
ঝড় থামলে দেখবে নতুন সকাল।