একলব্যের মতো নিষ্ঠা সহকারে করায় পূজা
গুরুজী একেবারে ঢাকি নিয়ে হাজির হয়েছে।
জট কেটেছে, তাঁর আশিসে সে হবেই রাজা
একলব্যের মতো নিষ্ঠা সহকারে করায় পূজা।
ভাবছে সে অর্জুনকে হারালে পাবে খুব মজা
বীরশ্রেষ্ঠ হওয়ার সময়ও যে ঘনিয়ে এসেছে।
একলব্যের মতো নিষ্ঠা সহকারে করায় পূজা
গুরুজী একেবারে ঢাকি নিয়ে হাজির হয়েছে।