জলে ভেসে বেড়াচ্ছি কতকাল!
সেই জন্মলগ্ন থেকে এযাবৎ কাল।
কখনো পাটকাঠি কখনো পচা গলা মৃতদেহ
ভাসমান যখন যাকে সামনে পেয়েছি তাকে আগলে ধরে।
কখনো সাঁতার কাটার ইন্ধন জোগায়নি কেহ
এখন বুক পেতে সাঁতার কাটবো সেই ভাবনা গেছে মরে।
এযাবৎ বহুবার পরিস্থিতি বদলেছে
সাময়িক কষ্টের শিকারও হতে হয়েছে
যখনি দেখেছি ডুবছে তরী যাকে করেছি আশ্রয়
তৎক্ষণাৎ ভেবে নিয়েছি বিলম্ব আর নয়
দল বদলুদের মতো তখনি তাকে ছেড়ে
আজও ভাসছি অন্য কাউকে জাপটে ধরে।
জেলিফিসের মতো জলে ভেসে বেড়ানোর অভ্যাস ভালোই রপ্ত করেছি।
এতকাল ভেসেছি স্রোতের অনুকূলে
এরপর কেউ আর সাঁতার কাটতে পারে কোন কালে?
দেখছি এখন বদলেছে পরিস্থিতি
নদী হারিয়েছে তার গতি
ভাসছি মরা নদীর বেনো জলে
যদিও ভাবিনি এই দুর্দশায় পড়বো কোনকালে!
এ কথাও বলি কি করে যা ঘটেছে গ্রহ বৈকল্যে?
সেকথা বলার যুক্তি হারিয়ে বলতে বাধ্য হচ্ছি
বেনো জলে বেশ তো আছি।