শুনেছি ঘুমের ঘোরে
কে যেন বলে গেল গৃহপালিত পশুদের
পালে বাঘ ঢুকেছে। বন-দপ্তরের কর্মীরা
একথা শুনে যথাস্থানে পৌঁছে গেছে।
বাতায়নের পাশে গিয়ে দেখি আকাশটা
ঢেকেছে কালো মেঘে। কাল পেঁচা জেগে
চিঁ চিঁ করে জুড়েছে চিৎকার। এ যেন
ওদের অধিকার।
বাতাস হল ভারী। এ খবরটি ছড়ালো
তাড়াতাড়ি।
শুনেছি ওদের মুখে, 'এখন এই কর্মীদের
তৎপরতা সেনাদের চেয়ে কম কিসে?
তারা বাঘের গায়ে গুলি ছুড়তে সেদিকে
তাক করে বসে আছে।
কে জানে এ খবরটা সত্যি না গুজব?
কেননা কত কী ঘটে এই দেশে'। এই
জনরব আদালতের মহামান্য বিচারকের
কানেও পৌঁছেছে।
তিনি বললেন হেসে,'এদেশে ঢাকে কাঠি
ছোয়ালেও অজস্র লোকজন ছুটে আসে।
ক'জন সত্যি ঘটনা যাচাই করতে বসে
আছে?
বিচারক এখানেই থেমে থাকেননি। তিনি
বললেন,'বন-দপ্তরের কর্মীরা বাঘ মেরে
ফেলবে এতো সহজ নাকি? তারা দেশের
আইন বেমালুম ভুলে গেছে কি?
বাঘ দেখলেই না- ভেবেচিন্তে গুলি ছুড়বে
নাকি? পালে বাঘ ঢুকে পশুদের হত্যা
করছে নিশ্চিত হতে হবে বৈকি।
এ ব্যাপারে সংশয় মুক্ত হলে তবে তারা
পশুকে খাঁচা বন্দি করতে ছুড়বে অমোঘ
ঘুমপাড়ানি গুলি'।
গোধূলি ঘনিয়ে এলো। দেখেছি আকাশের
জমাট বাধা মেঘ রাশি সরতে শুরু হলো,
তবে ঝড়ের বেগে নয়, খুবই ধীরে।