কষ্ট করার ইচ্ছা তো মোটেই ছিল না
ভাবোনি করতে হবে আয় রোজগার
এযাবৎ কাটালে তো বেশ নির্ভাবনায়
সংসার নির্বাহে ক্রমাগত করলে ধার।
বাবুমশাই, এভাবে চলে গো কতদিন?
সাত পুরুষের সিন্দুকও করলে ফাঁকা
তবুও বজায় রাখলে তোমার বাবুগিরি
সংসার এমন ডোবালে যায় না দেখা।
ধারকর্জও করলে তো বেশ নির্ভাবনায়
এখন এমন দশা সেও বুঝি জোটে না!
রোজ চলছে হাঁড়ি ও বাটির ঠোকাঠুকি
এমনি রাতে বিছানাতে ঘুম আসে না।
বাবুমশাই, ভেবেছ এবার করবে কী?
বেচবে নাকি সাত পুরুষের ভিটেমাটি?
তোমার ঠাটবাট সবই রাখতে বজায়
বেচে দেবে সেও? যা আছে ঘটিবাটি?
বাবুমশাই, ভেবেছ তারপরে করবে কী?
পথে পথে যাযাবরের মত ঘুরবে নাকি?
তখন এই ঠাটবাট সবই যাবে কোথায়?
আর মাথা গোঁজার কোথায় জুটবে ঠাঁই?