দেখেছে কাকাতুয়া কোন এক দেশে গিয়ে
চাষাবাদ করে এক চাষিভাই গেছে মিইয়ে।
বলছে চাষিভাই পড়েছি যে বেশ মুশকিলে
চাষাবাদ করতে গিয়ে ফসল গেছে জলে।
বরজের পান যার ক্ষুধার্ত ছাগলে খেয়েছে
সেই বিচারের জন্য লাগবে তারই অনুমতি?
এ মোটেও ভালো ঠেকছে না তো ভাবগতি
সব হারিয়ে ভাবছি বাস করছি কোন্ দেশে?
একথা শুনেই পাখি মাটিতে খেয়ে গড়াগড়ি
বললো,’ হচ্ছে নাতো করতে ভাবের ঘরে চুরি?
যার ছাগলে পান খেয়েছে সে দেবে অনুমতি?
উদ্ভট চিন্তাপ্রসূত আইন, বাড়বে নাকি দুর্গতি?’