বাচ্চা ছেলেরা এই পুকুরের জল ঘোলা করেছে?
এ কারণে নালিশ জানাতে এসেছে বাবুর কাছে?
তাদের বল, ‘টুঁ-শব্দ না করে মুখ বুজে সহ্য কর,
তারপরও হল্লা করলেই তাদের ঠোঁট চেপে ধর।
করতে এসেছে বাচ্চা ছেলেদের বিরুদ্ধে নালিশ?
ওরে, কে বসে আছিস? তাদের করে দে পালিশ
এই কাজ শেষ হলেই কুহু কুহু করেই দিস শিস
তোদের করতে হবে না সবুর, জুটবেই বকশিস।
ওরে, হয়নি বলা, এই বকশিসের সাধ আলাদা,
তার দৌলতে অনেকে ফুলে ফেঁপে হয়েছে গোল
এ দৃশ্য দেখলেই নালিশ জানাতে এসেছে যারা
বাবুর কাছে, তারা আর বাঁধাবে না শোরগোল।