হায়রে, লোভ লালসার বাঁধ মানেনি!
নির্বিচারে কেটেছ সুন্দরবনের বনভূমি
বনসৃজন করেছ কতটা?
বেড়েছে কি সুন্দরবনের বনভূমি?

প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা ছিল কতটা?
প্রকৃতিকে বাদ দিয়ে বাঁচার নয় কি বৃথা চেষ্টা?
এখন কেউ আছে আগলে রাখতে ভয়াবহ ঝড়?
আগ্রাসী ঝড়ের মুখে নিরাপদে আছো কতটা?

জমি হাঙ্গর, দাওনি বনভূমিকে কদর
বোঝোনি তাকে বাদ দিয়ে বেঁচে থাকা দুষ্কর?
এখন প্রাণবায়ুও জুটছে কি যথেষ্ট?
বাঁচতে হলে বনভূমিকে করতেই হবে সমাদর।