সে অন্য আর পাঁচ জনের মতো নয়
সাবলীলভাবে দৈনন্দিন কাজে তার সমস্যা হয়
বেঁচে আছে প্রতিবন্ধকতাকে বুকে ঠেলে
বিশেষভাবে সক্ষম, তবুও সে প্রতিবন্ধী নয়।
প্রতিবন্ধী? সেকথা মানতে তার ঘোর আপত্তি
নদীও কি বজায় রাখতে পারে সাবলীল গতি?
তাকেও কি হতে হয় না বাধার মুখোমুখি?
কষ্ট হলেও কী? কে রুখতে পারে স্রোতের গতি?
প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে অনুনয়-বিনয়?
স্বভাব বিরুদ্ধ এ কাজে তার সায় মোটেও নয়
দেখেছে নদীও প্রতিকূল পরিস্থিতিতে
বাঁধ ভেঙ্গে জয়মাল্য ছিনিয়ে নিতে প্রস্তুত হয়।
গভীর সমুদ্র থেকে কে যেন ভেসে উঠে জলে
বললো বাধার সম্মুখীন হয়নি কে, কোনকালে?
অনুনয়-বিনয় নয়, এগোও সাহসে ভর করে
বাধার মুখোমুখি হলে যেতে হবেই বুকে ঠেলে।