এই জলাশয় খরায় শুকচ্ছে দেখে কোমর বেঁধে নামলে
খাল কেটে জল আনতে গিয়ে বহু বেনোজলও ঢোকালে
কুমীর ঢুকলে কী ক্ষতি পারে ভাবলে না
ভাবোনি জন্তুটা ঢুকলে বিপদের সম্ভাবনা
হায়রে, যা করলে এ কর্ম আগে কে দেখেছে কোন কালে?
জলাশয়ে দাপিয়ে বেড়াচ্ছে কুমীর, থৈ থৈ করছে বেনোজল
যা দাঁড়ালো ডুবুরি ডুব দিয়েও খুঁজে পাচ্ছে না তার তল।
মিঠা জলের সব মাছগুলো করছে হাঁসফাঁস
চেয়ে দেখলে না উঠছে যে ওদের ঊর্ধ্বশ্বাস
বলতে পারো এই জলাশয়ে ক’টা মাছ আছে এখন সচল?
ভাবছ কি তোমার এই কর্মকাণ্ডে হলো কত ক্ষয় ক্ষতি?
তোমার আত্ম শুদ্ধিকরণের উপায় আছে কি এক রতি?
বলছে কাকাতুয়া আত্মশুদ্ধি চাইলে নেমে পড়ো
বেনোজল ও কুমীর হটাতে ব্যবস্থা গ্রহণ করো
নয়তো তোমারও বেঁচে থাকার সব প্রচেষ্টা হবেই মাটি।