কাকাতুয়া শোনালো কোন এক দেশে
রাজা রাজ্য পরিচালনা করতে গিয়েই
রাজসভায় বুদ্ধিজীবীদের অভাব দেখে
পড়েছে বেশ বিপাকে।
সারা আকাশ ছেয়ে গেল কালো মেঘে।
রাজা দেখলো চেয়ে সেসময় গুম গুম
করে মেঘ ডাকে। রাজা কি আর চুপ
করে বসে থাকতে পারে? অগত্যা সে
তার সমস্যার সমাধানকল্পে সেকথা
জানালো বিদুষককে ডেকে।
চেয়েছে তার পরামর্শ এখন বুদ্ধিজীবী
নির্বাচনে নজর দিতে হবে কোন কোন
বিষয়ের দিকে।
বিদূষক আদৌ থমকে থাকেনি সে কথা
শুনে। সে বললো রাজাকে,' রাজামশাই,
বলছি একেএকে নজর দিতে হবে যেসব
বিষয়ের দিকে।
এক: খুঁজতে হবে এমন লোকজন বুদ্ধি,
একটু আধটু থাকলে হলো, তবে তারা যেন
খালি গলায় আপনার শেখানো বুলিগুলো
অনর্গল হেঁকে ডেকে সব জনগণকে বলতে
পারে।
দুই: ডুলির বাঁকে চড়ে যেন তারা বেড়াতে
ভালোবাসে।
তিন: যখন তখন তারা যেন জেগে ঘুমোতে
পারে কাকের মতো চোখ খুলে। তারা যেন
রাষ্ট্রক্ষমতার ছোঁয়া পেলেই ঢলে পড়তেও
পারে ক্ষমতা যেদিকে গড়িয়ে চলে।
চার: তারা যেন নিজেদের স্বার্থ ছাড়া আর
কিছু বোঝে না। চারিদিক দাউ দাউ করে
আগুনে পুড়ে ছাই হলেও এসবে তাদের
কিছু যায় আসে না।
পাঁচ: জীবিকার খাতিরে তাদের সহনশীলতা
হতে হবে এমনি ঢেঁকিও যেন তাদের কাছে
হার মানে।
ছয়: লজ্জাবোধ এমন হওয়া চাই যেন লোকে
তাদের মুখে চুনকালি মাখালে তাদের কিছু
যায় আসে না।
সাত: এক মুঠো খুদ দিয়ে তাদের যেন যায়
কেনা।
বিদূষক বললো রাজাকে, 'রাজামশাই, এই
যুগে এসব গুণাবলী দেখে বুদ্ধিজীবীদের
যায় চেনা'।