বোধ হয় হয়েছে ব্যাপক ভুল
মৎস্য শিকারে না মেতে উঠলে ভালো ছিল
লোভ লালসা মগজে চেপে বসলে যা হয়
সেসময় ভালো-মন্দ ভাবনা সবই উবে গেল।

কেঁচো খুঁঁজতে মাছের টোপ দিতে বড়শিতে
কেন যে হাত দিয়ে বসেছি সাপের গর্তে!
এখন মনে হয় কাজটা ঠিক হয়নি মোটেই
কেউটে ছোবল মেরে বিষ ঢেলেছে মুহূর্তে।

এখন জ্বলছি সাপের বিষে, ভাবছি করি কী?
সারাশরীরে বিষ ছড়ালে বাঁচার উপায় কী?
চিকিৎসকের দ্বারস্থ হলে অ্যান্টিভেনম দেবে
স্যালাইন, ইনজেকশনে ভয়, এখন করবো কী?