বেশ তো আছি এ ফুল বাগিচায় ফুলের ঘেরাটোপে
মৌমাছিদের সাথে দিন কাটাতে মন দিয়েছি সঁপে
মৌমাছিরা ফুলের মধু খেয়েছে
বেশ বড়োসড়ো চাক ও বেঁধেছে
ওরা আমার জন্যও খাঁটি মধু এনেছে ঘড়া মেপে।
ওরে, তোদের কি সেই ঘড়া এখন নজরে এসেছে?
মধু ভাণ্ডার কেড়ে নিতে তোরা একটুও নেই বসে?
তোদের এদিকে আসতে দেখি
পড়েছি বিপদে, এখন করি কী?
মেঘ গুড় গুড় ডাক শুনে ভাবি পড়েছি কারো রোষে?